সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Static keyword কি এবং এর ব্যবহার ।

Static keyword : Static এমন একটি এই keyword যেটাকে একবার প্রোগ্রাম একবার ডিক্লিয়ার করলে তার প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত Distroy হবে না । Static keyword বিভিন্ন ক্ষেত্তে ব্যবহার করতে পারি । যেমন , Static  variable হিসেবে ,Class এর  Member Variable হিসেবে , Class এর Member Function হিসেবে। Static variable এর ক্ষেত্রে : Static keyword টাকে কোন একটা  variable এর সামনে ডিক্লিয়ার করতে পারি ।  একটাবার ডিক্লিয়ার করলে প্রোগ্রাম শেষ না হওয়া  তার Address টা Distroy হয় না অর্থাৎ সেই ভ্যরিয়েবল এর মান স্থায়ী ভাবে সংরক্ষণ করা থাবে যতক্ষণ না পর্যন্ত প্রোগ্রামটা শেষ হয় । মানে কোন Static variable এর মান যদি ০ থেকে ১ বাড়ানো হয় এবং কোনো কারণে যদি আবার সেই ফাংশন কে কল করা হয় সেক্ষেত্তে সেই ভ্যারিয়েবল এর মান ১ থেকেই শুরু হবে। #include using namespace std; void fun(){ static int a; int b=0; cout<<++a<<" "<<++b<endl; } int main() { fun();//1 1 fun();//2 1 return 0; } Class এর Member Variable হিসেবে : আমরা যদি কোনও ক্লাস এর ভিতর Static member
সাম্প্রতিক পোস্টগুলি

SUPER USER PART 4: রুট করুন আপনার Xiaomi Redmi Note 3 Pro ফোনকে।

হ্যালো , সবাই কেমন আছেন ? আসা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর নতুন কোনো  পোস্ট করছি । আজকে যে বিষয়ে উপর পোস্ট টা লেখব তা আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমি কি লেখতে  চাচ্ছি। Xiaomi Redmi Note 3 Pro    হচ্ছে বর্তমান সময়ের আমার দেখা  সল্প দামে সবচেয়ে  বেস্ট ফোন । এই ফোনের এর পার্ফমেন্স আসলেই অনেক ভাল। এবং এই ফোনের জন্য অনেক কাস্টম রোম রয়েছে, সেগুলা যদি আপনি ব্যবহার করতে চান অথবা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে চান তাহলে রুট এর প্রয়োজন। তো, এবার আসা যাক কিভাবে  Note 3 Pro  কে রুট করা যায়। শর্ত ঃ অব্যশই বুডলোডার আনলোক করা থাকতে হবে। নিচের দেয়া ফাইল গুলো ডাউনলোড করে নিনঃ ১।  Root file for kenzo । ২।  TWRP Recovery for Kenzo । Step 1: ১ম টা Download হলে গেলে Extract করে নেন। এবং Extract করা হয়েগেলে দুইটা ফাইল পাবেন,  Beta-supersu  এবং  lazyflasher   নামে এই ফাইল দুটি আপনার ফোনের  Internal Storag e  এ ট্রান্সপার করেন নেন। আবার ২য় ফাইল টা Extract করেনেন। Extract হয়ে গেলে কিছু Adb, fastboot & Recovery ফাইল পাবেন। Step 2: এবার আপনার ফোনটা পিসির সাথে

[Radon Kernel V2.9.5][STABLE][CM-AOSP-MIUI] Note 3 Pro এর জন্য ।

Radon kernel হচ্ছে একটি কাস্টম কার্নাল । এর কিছু উল্লেখযোগ্য Features এর মধ্য CPU Over clock , মানে CPU এর সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত নিয়ে যাওয়া( Cpu max frequency 1843MHz ) , Fast charging Feature টা Add করা আছে যেটা Stock kernel এ পাবেন না । Power save , আরো অনেক । নিচে সব Feature গুলা দেখে নিন। Included Kernel Features- Cpu Improvements - New darkness, impulse and alucard cpu governors Mild undervolt for our cpu, reduces heat, helps battery Unlocked 1804mhz stable max frequency of kenzo Toggles for wakeup boost, hotplug boost, touch boost IO Improvements - CRC32 hw accelarated module Some optimizations for performance Added fiops, bfq, zen io schedulers Disabled IO crc check for more performanc NTFS, exFAT, F2FS, EXT filesystems support Gpu/Display Improvements -  Adreno idler for better 19.2 mhz gpu idleing Unlocked 200 mhz gpu frequency for powersaving Optional enhanced color profile, choose while f

Navigation Bar /Soft Key Enable করুন । Xiaomi এর সব রুটেড Device এর জন্য।

সোজা কথায় Back ,Home & Recents Button গুলা Screen এর উপরে নিয়ে আসা । শ্যাওমি ডিভাইস এর Nav Bar একটা স্ক্রিনসট । এটা সব শ্যাওমি ডিভাইস /সব অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্তে একই নিয়ম । শুধু মাত্ত Build Pro File টা ইডিট করতে পারলে হইল । Build Pro File টা ইডিট করতে হলে আপনার ফোন টা রুট করা থাকতে হবে । Build Pro ফাইলটা রয়েছে SYSTEM FOLDER এর ভিতরে । SYSTEM FILE & FOLDER গুলা DEFAULT ফাইলম্যনেজার দিয়ে দেখতে পারবেন না । তারজন্য ROOT EXPLORER বা অন্য যেকোনো ফাইলম্যনেজার ব্যবহার করতে পারেন । আমি ROOT EXPLORER ফাইল ম্যনেজার ব্যবহার করব। প্রথমে ROOT EXPLORER টা ডাউনলোড করে নিন । Download link এরপর ROOT EXPLORER ওপেন করেন । এবং সুপার ইউজার পারমিশন চাইলে “Grant” দিন । তারপর System Path এ আসেন । তারপর System Folder এ ক্লিক করলে Build.prob নামে একটা ফাইল পাবেন(system>build.prob) , এই ফাইলটা যেকোনো Text Editor দিয়ে অথবা Root Explore ওপেন করলে  “qemu.hw.mainkeys=1” এরকম একটি লাইন পাবেন এখানে 1 টাকে ইডিট করে শ

TWRP V3.0.0.0 FOR WALTON PRIMO GH6

TWRP V3.0.0.0 RECOVERY  DOWNLOAD LINK   যেভাবে ইনিস্টল করবেন।   

রুট করুন Walton Primo GH6 TWRP RECOVERY এর মাধ্যমে ।

১মে এখান থেকে TWRP RECOVERY টা ডাউনলোড করেন নিন। ফ্লাশ কিভাবে করবেন তা আমার ১ম টিউটোরিয়াল লেখা আছে। সব রিকভারি ফ্লাশ করার একই নিয়ম তাই আমি আর লেখছি না কিভাবে ফ্লাশ করবেন । ১ম টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন । যেভাবে CWM RECOVERY ফ্লাশ করছিলেন ঠিক একই ভাবে ফ্লাশ করবেন । শুধু CWM RECOVERY এর জায়গাই এখান হতে ডাউনলোড করা TWRP RECOVERY টা সিলেক্ট করবেন । আর কিভাবে TWRP RECOVERY এর মাধ্যমে রুট  করবেন তারজন্য নিচের দেয়া ভিডিওটা দেখেন ।। তবে হ্যা Supersu.zip FILE টা আপনাকে অবশ্যই SD CARD থাকা লাগবে ।   SuperUser.zip টা ডাউনলোড করতে এখানে ক্লিক করেন ।। তার যা করা লাগবে সব ভিডিও তে দেয়া আছে ।

Walton Primo GH6 এর জন্য TWRP Recovery ।

এর আগে টিউটোরিয়াল এ আমি দেখিয়েছিলাম কিভাবে GH6 এ CWM ইনিস্টল এবং Root করতে হয়। কিছু সমস্যা থাকার কারনে TWRP recovery টা সেয়ার করতে পারিনি।  আমি এখানে যেভাবে TWRP Recovery   ইনিস্টল করব তার জন্য অব্যশই আপনার ফোনটি রুট করা থাকতে হবে। আশা করি আমার পূর্বের টিউটোরিয়ালটি দেখে আপনারা রুট করতে পেরেছেন ।না করে থাকলে আগের পদ্ধতিতে যেভাবে CWM Recovery টা ইনিস্টল করেছিলেন তার জায়গাই শুধু Twrp ফাইলটা দিয়ে দিবেন তাহলেই হলেই ইনিস্টল হয়ে যাবে। যেভাবে TWRP Recovery Install করবেন------- ১। এখান হতে TWRP Recovery টা Download করেনিন । ২। এখান হতে Flashify Application টা নামান । Flashify Application টা নামানো হলে মোবাইলে ইনিস্টল করেন । তারপর Flas fy Application  টি ওপেন করেন । Recovery Image করবেন । তারপর Choose a file Download করা TWRP Recovery টা দেখিয়ে দিন। Yup! এ ক্লিক করেন । তারপর Reboot Now এ ক্লিক করলে ফোন টা Reboot নিয়ে TWRP Recovery Open হবে। TWRP Recovery এর কিছু ছবি------